Advertisement
মহসিন রেজা রুমেল:
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) জিল বাংলা চিনিকল লিমিটেডের সর্বস্তরের শ্রমিক ও কর্মচারীবৃন্দের ব্যানারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। চিনিকলের গ্যারেজ অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মিলের বিভিন্ন ভবনের সামনের সড়ক প্রদক্ষিন শেষে এমডি অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য দেন শ্রমিক নেতা ইফতেখার আহমেদ, আমির হোসেন, মোঃ নাসিম, জবেদ আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন মিলের শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করতে চাই যে কারণে মিল বন্ধ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৪-২৬ মাড়াই মৌসুমে জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে মতে নির্বাচনে প্রতিদ্বন্দীতা কারী বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। গত ২৩ জানুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী শওকত উর রহমান সোহাগ,ও রিয়াজুল কায়সার খোকন মোল্লার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষেরই ১৫-২০ জন সমর্থক আহত হন। এরুপ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে কর্তৃপক্ষ নির্বাচন সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করে।
মিল কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন আয়োজনের অনুকূলে হলে স্থগিতকৃত নির্বাচনের পরবর্তী দিন নির্ধারণ করা হবে ও নির্বাচনের আয়োজন করা হবে । তবে সেক্ষেত্রে মিলটির শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন আয়োজনের অনুকূলে বলে লিখিত ভাবে কর্তৃপক্ষকে অবগত করতে হবে।