Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা করেছে ।
সোমবার বিকেলে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন আধারমানিক বিওপিতে কর্মরত সুবেদার মোঃ গোলাম হোসেনের নেতৃত্বে ভুজপুর থানার অন্তর্গত হাবিবুল্লার চর এলাকা থেকে মদ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকায় যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।