lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-07T12:08:50Z
রাজনীতি

মৌলভীবাজারে ৪টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার ৪টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজার জেলার ৪টি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

মৌলভীবাজার জেলার ৪টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মো. আব্দুর রব।

বাংলাদেশ জামায়াতের জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী মো. ইয়ামির আলী জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজার জেলার ৪টি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

এদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের মনোনীত প্রার্থীদের ছবি পোস্ট করে দলটির তৃণমূলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।