Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়ির রামগড়ে পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে রামগড় থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড ফেনিরকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন ফেনিরকুল ০৮ নং ওয়ার্ডের মৃত আব্দুল ওহাব চৌধুরী ছেলে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দীন চৌধুরী (৪৫)।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।