lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-12T08:26:25Z
মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের

Advertisement


 

 

মোঃ আরিফুল ইসলাম,   শেরপুর জেলা  প্রতিনিধি : 

শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের  ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের।  বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের লাইন বন্ধ না করে কাজ করতে গেলে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,  সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের  মৃত আব্দুল লতিফের ছেলে মো. আকরাম হোসেন ও মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আক্রাম হোসেন কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সাথে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আক্রাম হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যুে হয়।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম  সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।