Advertisement
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে মারিয়া খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারিয়া ঝালরচর পূর্বপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, মারিয়া মায়ের সাথে ঝালোরচর পশ্চিম পাড়া গ্রামে তার নানা বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে নানা বাড়ির পাশে জিঞ্জিরাম নদীর ধারে বল নিয়ে খেলতে ছিলো মারিয়া। বলটি নদীতে পরে গেলে সেটি আনতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেযে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে বিকেল ৪:৪৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, শিশুটির পানিতে পড়ার খবর জানানো হলে আমরা জামালপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করি। জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে চারটা ৪৫ মিনিটে মারিয়ার মর দেহ পানি থেকে উদ্ধার করে।