lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-11T11:20:17Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল সহ আটক সোহেল, পরিবারের দাবি ষড়যন্ত্র

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল সহ আটক সোহেল রানা ষড়যন্ত্রের স্বীকার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন করেন পরিবারের স্বজন সহ এলাকাবাসী। ঘণ্টব্যাপী এই মানববন্ধনে পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন, সোহেলে রানার স্ত্রী শাহরিন জান্নাত, ভাগনী তাসনিয়া হাসরাত হাজ্জু, স্থানীয় এলাকাবাসী মাসুদ, সালাম প্রমুখ। বক্তরা বলেন, 'ষড়যন্ত্রের স্বীকার হয়েছে সোহেলে রানা। সে কখনো কোন খারাপ কাজের সাথে জড়িত ছিলো না। রুমের ভিতরে কেউ এই পিস্তল রেখে দিয়েছে এটা আমাদের ধারণা। আমরা চাই প্রশাসনের সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের বিচার হোক'।

এর আগে গত  ৯ ফেব্রুয়ারি রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে সোহেল রানাকে তার বাসা থেকে একটি অস্ত্র সহ আটক করা হয় ।