Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে পৃথক পৃথক স্থানে একদিনে গাড়ি চাপায় একটি বন বিড়াল ও দুইটি গন্ধগোকেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সড়ক থেকে মৃত প্রাণীগুলোকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজারের জনৈক ইংল্যান্ড প্রবাসী সপরিবারে শ্রীমঙ্গল ভ্রমণে আসার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক পৃথক স্থানে তিনটি বন্যপ্রাণী মৃত অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি আমাদের জানালে আমি বন বিভাগের সাথে কথা বলে শহরের ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডস্থ এবি ব্যাংকের সামনে থেকে একটি গন্ধগোকুল, ৫ নম্বর কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকা থেকে একটি বন বিড়াল ও একই ইউনিয়নের ভাগলপুর গ্রাম এলাকা থেকে আরো একটি গন্ধগোকুল মৃত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি। তিনটি বন্যপ্রাণী দুর্লভ। এগুলো সোমবার রাত ও মঙ্গলবার সকালের দিকে আঞ্চলিক মহাসড়কে ধাবমান গাড়ির চাপায় মৃত্যুবরণ করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কি কারনে বন্যপ্রাণীগুলো বন ছেড়ে লোকালয়ে চলে আসে এ বিষয় অনুসন্ধান করে পদক্ষেপ নেওয়া জরুরি।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে তিনটি বন্যপ্রাণী মৃত অবস্থায় পেয়ে এগুলোকে মাটিচাপা দেয়া হয়েছে। তিনটি প্রাণীই গাড়ি চাপায় মারা গেছে।