lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-15T02:10:29Z
জাতীয়

দীঘিনালায় জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া, শান্তি ও সম্প্রীতির প্রত্যয়

Advertisement


 

 দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় বন বিহারের আবাসিক ভিক্ষু, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তিন দিনব্যাপী (১২-১৪ ফেব্রুয়ারি) নানা ধর্মীয় অনুষ্ঠান, দান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার, অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিনে দীঘিনালা বন বিহারে বুদ্ধ পূজা, শিবলী পূজা এবং অন্যান্য মঙ্গলিক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষু, উপাসক-উপাসিকা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি এবং তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। এ সময় দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি- ও ভান্তেদের সাথে কুশলাদি বিনিময় করেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, "শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা প্রয়াত জীবনসার মহাস্থবির ভান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরলোকগত শান্তির জন্য প্রার্থনা করেন।