Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারি সুমন রায় নামের এক বাংলাদেশী নাগরিকে আটক করে ১৮বিজিবি এর সদস্যরা।
গত ২৩ ফেব্রুয়ারি পঞ্চগড়( ১৮বিজিবি) এর অধীনস্ত তেতুলিয়া বিওপির সদস্যরা পুরাতন বাজার নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সুমন রায় ২৬ কে আটক করে।
জানা যায় আটককৃত সুমন রায় ঠাকুরগাঁও জেলার উত্তর ঠাকুরগাঁও এর ডোলার হাট গ্রামের অরুণ রায়ের পুত্র।
আটককৃত সুমন রায় কে জিজ্ঞাসাবাদ কালে জানা যায় আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্ত এলাকা দিয়ে গত ২০শে নভেম্বর ২০২৪ ভারতে তার আত্মীয়র বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে।
আটকের সময় তাকে তল্লাশি করে ভারতীয় টাকা প্রায় ৫১৬০ রুপি, একটি রিয়েলমি মোবাইল ফোন,ও কয়েকটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আটককৃত সুমন রায়ের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তেতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১০, আসামি সুমন রায় কে কোর্টে চালান করা হয়েছে।