Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে পাবনা শহরস্থ কাশমেরী রেষ্টুরেন্টর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিম'র সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা এম এ সাত্তার'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও.জহুরুল ইসলাম, পদ্মা কলেজের অধ্যাপক আ: গাফফার খান। সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৪০ জন বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন উপস্থিত মুক্তিযোদ্ধাদের জাতীর এই ক্লান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে বিতারিত হয়েছে, তাদের আর এদেশে ফেরার সুযোগ নেই।তারা যদি এদেশে ফেরত আসতে চায় তাহলে সাধারণ জনগণ তাদের ঝাড়ুুপেটা করে বিদায় করবে। একই সাথে তিনি বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে উপস্থিত মুক্তিযোদ্ধাদের বিএনপিকে বয়কট করার আহবান জানান।