Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগরে খাজা স্মৃতি সংঘের আয়োজনে, ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ান পুরুষ ও দেশীয় নারী প্লেয়ারের খেলা উপভোগ করতে শত শত পুরুষ ও নারী দর্শকদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছিল ফাইনাল টুর্নামেন্ট।শনিবার রাতে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাজা স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দুল লতিফ দুলালের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি টুটুল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্যসচিব রিয়াজ মন্ডল,প্রয়াত খাজা ময়নুদ্দিন এর আপন ভাই উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা শেখ,উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার,ক্রিড়া সংগঠক ও খাজা'র ভাতিজা শেখ রাফি প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,খাজা স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আমেরিকা প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুতুব উদ্দিন আইবেক বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার পাঠান, সেই পুরুস্কারটি বিজয়ীদের হাতে তুলে দেন,খাজা ময়নুউদ্দিন এর ভাই আব্দুল কাদের রাজা শেখ। টুর্নামেন্টে তিরত্ন ক্লাব কে হারিয়ে খাজা স্মৃতি সংঘ বিজয়ী হয় এবং টুর্নামেন্ট ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার ও নারী প্লেয়ার অংশগ্রহণ করেন।