lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-26T10:35:22Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

Advertisement


 



রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ

বেকারত্ব দূর করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষের দক্ষ ভাবে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। 


বুধবার দুপুরে সদর উপজেলার পূর্ব নারগুন ইউনিয়নের মালেক পাড়া গ্রামে জাতীয় সংগীত ও কেক কেটে এর উদ্বোধন করা হয়। 



কারুপণ্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের রপ্তানিমুখী সমিতির প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান, জব প্লেসমেন্ট ও ডাটাবেস ইঞ্জি. বিভাশ শোম, বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান, ঠাকুরগাঁও টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাদিকুল ইসলাম তুষার, চেম্বার অফ কমার্সের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।



অতিথিরা বলেন কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত হয়ে অনেক নারী ও পুরুষের কর্মসংস্থানের জন্য ও আর্থিকভাবে সচ্ছলতার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যেটা আসলে প্রশংসনীয়। পরে সেখানে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।