lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-01T12:38:44Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার !

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে হরতাল পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় এ হরতাল প্রত্যাহার করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি  শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। ১ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন।