Advertisement
সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে ফরিদুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম সোহেল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় দেবীগঞ্জ পৌরসদরের কে.জি স্কুল মাঠে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন এবং সাদেকুজ্জামান হীরা, যুগ্ম সাধারণ মোছাঃ নিশি আক্তার।
এর আগে, দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের সূচনা করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
পরে পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় এবং আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী প্রমুখ।