lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-06T14:10:26Z
রাজনীতি

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন পলাশে আবু সাঈদ স্বপন

Advertisement


 


হাজী জাহিদ , নরসিংদী:

নরসিংদীর পলাশে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্র নেতা আবু সাঈদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন দলের নেতা কর্মীরা।জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষে  ঘোড়াশালের কৃতি সন্তান আবু সাঈদ স্বপনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম -মহাসচিব  নির্বাচিত  করা হয়।এ উপলক্ষ্যে আজ  বৃহঃস্পতিবার  বিকাল ৫টায়  তার নিজ বাস ভবন ঘোড়াশালে নরসিংদী জেলা জাতীয় পার্টি, পলাশ উপজেলা জাতীয় পার্টি, ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি,শ্রমিক পার্টি,জাতীয় ছাত্র সমাজ ও  ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় জানান। এসময় উপস্থিত ছিলেন  নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া। নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব আবু সাঈদ স্বপন এ সময়  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ও বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।