Advertisement
নিজস্ব প্রতিবেদক:
পাবনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক মাহমুদন্নবী স্বপন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে সদরের জয়কালি বাড়ি মন্দিরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সনাতনী ট্রাস্টের পাবনা প্রতিনিধি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়ের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা শুভ মজুমদারের পরিচালনায় অর্ধ-সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, মনোয়ার শামীম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, আহসান হাবীব আকাশ, দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সম্পাদক নয়ন কুমার সাহা,জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক আজাদুন্নবী কাজল, পাবনা পৌর বিএনপি নেতা মনির হাসান ফরিদ প্রমুখ।
এ সময় জেলা বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন বলেন, সনাতনী সম্প্রদায়ের পাশে সবসময় বেগম খালেদা জিয়া ও বিএনপি ছিল। ৫ আগষ্টের পর সনাতনীদের ধর্মীয় উপাসনালয় ও বাসভবন পাহারা দিয়েছে দলের নেতাকর্মীরা। আগামীতে হিন্দু সম্প্রদায়ের যেকোন সংকটে পাবনা জেলা বিএনপি পাশে থাকবে।