Advertisement
নিজস্ব প্রতিবেদক:
আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাবনা ব্যাংকার্স ফোরামের মিলনমেলা-২০২৫’। গতকাল শনিবার রাজধানীর সাভারের বলিয়ারপুরে অবস্থিত যমুনা ন্যাচারাল পার্ক ও পিকনিক স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘স্যুভেনিরের মোড়ক উন্মোচনসহ সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাবনার ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে 'পাবনা ব্যাংকার্স ফোরাম সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়। দেড় শতাধিক ব্যাংকারের অংশগ্রহনে অনুষ্ঠান পাবনাময় হয়ে ওঠে। মনে হয় যেন ঢাকার বুকে একখণ্ড পাবনা। কারণ স্পট মালিক রইস উদ্দিন নিজেও পাবনার সন্তান হিসেবে ছুটে আসেন প্রোগ্রামে অন্য ব্যস্ততা ফেলে হৃদয়ের টানে। ফোরামের আহ্বায়ক ও সোনালী ব্যাংকের জিএম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্মকর্তা মোঃশাহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক সাঈদ কুতুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড: আমিন উদ্দিন মৃধা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক জবদুল ইসলাম, বেসিক ব্যাংকের পরিচালক ড: আব্দুল খালেক খান, জানাবা মাকসুদা আক্তার রোজি, সাবেক জিএম সোনালী ব্যাংক পিএলসি, জনাব মোঃ শফিকুল আলম, সাবেক জিএম বেসিক ব্যাংক লিমিটেড,বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী মিঠু, আব্দুল কুদ্দুস, লেখক ও গবেষক মহিউদ্দিন ভুঁইয়া, জাতীয় দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী, এনার্জেক্স ইন্জিনিয়ারিং এর ব্যাবস্থপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পাবনা ব্যাংকার্স ফোরামের প্রতিবেদন পেশ করেন ফোরামের সদস্য সচিব সৈয়দ নাজমুল ইসলাম। আল কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান ধারাবাহিকভাবে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিভিন্ন ধরনের খেলাধুলা, বিকেলের নাস্তা হিসেবে পিঠা, কফি, কমলা ও বিস্কুট পরিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্ত হয়।