lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-14T09:28:11Z
ধর্ম

মহেশখালীতে আল-কোরআন একাডেমি’র ৪১তম বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত

Advertisement


 

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি সংলগ্ন দাখিল মাদ্রাসা, এবতেদায়ী, নূরানী, হেফজ বিভাগ ও এতিমখানার বার্ষিক ধর্মীয় সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন। 


আজ ১৩ ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে থেকে একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেন.. চকরিয়া দারুণ ইরফান মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল কাদের, বিশেষ বক্তা গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেন.. সুফিবাগ জামে মসজিদের খতিব ও কক্সবাজার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসা'র সুপার হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম জিহাদী, নারায়নগঞ্জ মাদ্রাসাতুল শরফ আল-ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী।


উক্ত সভায় কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহাদৎ হোসেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক নুরী, খোন্দকারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোজাম্মেল হক, খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউপি সচিব এম নুরুল কাদের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম কুতুবী, মহেশখালী প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মকছুদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অধ্যয়নরত একাডেমির শিক্ষার্থী”সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খোন্দকার পাড়া 'হুববুর রাসূল (সঃ) ইসলামী সংগঠন' এর উদ্যোগে হাফেজ মোঃ আব্দুল ওয়াজেদ ও হাফেজ মোঃ মোস্তফা কামাল'কে পাগড়ি প্রদান ও ক্রেস্ট পুরস্কার প্রদান করেন। 


বিচারক মন্ডলিদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার শিক্ষকদের পরিচালনায় কোরআনের বিভিন্ন সূরা লেখা, ক্বিরাত, হামনাত, বক্তিতা, সহীহ শুদ্ধ আজান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আল-কোরআন একাডেমি সুপার মোহাম্মদ ছিদ্দিক নুরী সভাপতিত্বে সকালে পুরস্কার বিতরন সম্পন্ন করেন।