Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার হরিহরপুর মংলুবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে মো: বারেক (৪২), একটিয়াবাড়ি কালিতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: বাবু হাসা (৩৫) কে গ্রেফকার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের এমদাদুর রহমানের ছেলে মোখলেসুর রহমান (৬৫), মাছখুরিয়া গ্রামের ইসমাইলের ছেলে সবুজ রহমান, বামুনিয়া গ্রামের মফিজুরের ছেলে হুমায়ুন কবির (৩৮), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল হোসেন (৪২) কে গ্রেফতার করে। অন্যদিকে পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোনায়েম খান (৪৬), ভাকুয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। রানীশংকৈল থানা পুলিশ গোগর ঝাড়বাড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আল মামুন (৩৬) কে গ্রেফতার করে। অপরদিকে হরিপুর থানা পুলিশ থানাধীন জুগিপাড়া গ্রামের মদন দেবনাথের ছেলে পুন্য দেবনাথ ও একই গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) কে গ্রেফতার করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।