Advertisement
সজীব উদ্দীন দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা মনে করি সংস্কার সংস্কার করে কালক্ষেপন নয় বরং যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কারগুলো করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, আজকে অনেকেই অনেক কথা বলছে, আমাদের কথা ক্লিয়ার, আমাদের মেসেজ ক্লিয়ার। আমরা ওতো কিছু বুঝি না।
অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনাদের প্রথম লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়া। ঐ রকম সংস্কার, এতদিন লাগবে, অমুকে কী বললো, তমুকে কী বললো এসব আমাদের দেখার বিষয় না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল,কাজেই আমরা মনে করি সংস্কার সংস্কার করে কালক্ষেপন নয় বরং যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংস্কারগুলো করবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছরে সংবিধান কী ১৭ বার সংশোধন হয় নাই ?? সংবিধান কী একবার সংস্কার হয়েছিল ? ১৭ বার সংস্কার হয়েছিল। কাজেই কোন ধোঁয়াশা নয়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই আপনাদেরকে নির্বাচনের দিন ক্ষণ তারিখ ঘোষণা করতে হবে।
এই সরকারকে বলতে চাই, প্রয়োজনে আমরা সকল ধরনের সহযোগিতা করছি, করবো কিন্তু আপনাদেরকে বলতে হবে কবে কোন সময় জাতীয় সংসদ নির্বাচন হবে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া প্রমুখ।