Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে প্রিমিয়ার লীগ ক্রিকেট (জেপিএল) টুর্নামেন্ট-২০২৫ইং এর ৭ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি বিকেলে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধনীর খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন এম জি নাইট উইংস এবং এসএসসি ব্যাচ ২০১৫। উক্ত খেলায় এম জি নাইট উইংসকে ২২ রানে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় এসএসসি ব্যাচ ২০১৫।
মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোড়াবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান লিখন।
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজনের প্রধান পৃষ্ঠপোষকতায় ও জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলমের সার্বিক সহযোগিতায় টূর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্রনেতা সবুজ ইসলাম।
ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি সফিকুল ইসলাম সাবলুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আলম হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, কৃষক দলের সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ বসুনিয়া সুজন, মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহাবুল ইসলাম প্রমুখ।