lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T15:50:52Z
রাজনীতি

কচুয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Advertisement


 

সূর্য্য চক্রবর্তী, (বাগেরহাট) প্রতিনিধি:

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার) ১০ই ফেব্রুয়ারী বিকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম,এ সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মনিরুল ইসলাম খান,বাগেরহাট জেলা বিএনপির সদস্য এ্যাড.মিজানুর রহমান,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান সহিদুলজ্জামান মিল্টন,যুগ্ম আহ্বায়ক সেখ হুমায়ুন কবির, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ডঃ ফরিদুল ইসলাম,বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা,কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেদার উদ্দিন ডাকুয়া,সেখ জাহাঙ্গীর হোসেন সহ গোপালপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এদিন দ্বি-বার্ষিক সম্মেলনে দিনব্যাপী নির্বাাচনে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোল্লা আনোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে শেখ আব্দুল গনি,সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে শেখ শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে শেখ জাকির হোসেন।