lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-08T18:54:56Z
ব্রেকিং নিউজ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুরের প্রথম কমিটি ঘোষণা

Advertisement


 


নাজমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুরের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানের সমন্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জিয়াউর রহমানকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহী মোস্তফা নাহীন-কে সাধারণ সম্পাদক করে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) নবগঠিত এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।


কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রিসাত রহমান স্বচ্ছ(জবি),নাজমুল ইসলাম(পাবিপ্রবি)সহ পাঁচজন সিনিয়র সহ-সভাপতি, একচল্লিশ জন সহ-সভাপতি,তেতাল্লিশ জন যুগ্ম সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম রিয়ন সাংগঠনিক সম্পাদক, ফেরদৌস হাসান তুষার অর্থ সম্পাদক, এস এম শাহরীয়ার ফাহিম দপ্তর সম্পাদক করে মোট দুইশত সাত জনের পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।



সংগঠনটির সাধারণ সম্পাদক মাহী মোস্তফা নাহীন বলেন, 'নবগঠিত কমিটির সবাইকে একরাশ অভিনন্দন। সকলে সহযোগিতা কাম্য। সবাই মিলে একত্রিত হবে পুরো বাংলাদেশে জামালপুরকে অনন্যভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জামালপুর সংঘবদ্ধ এবং বদ্ধপরিকর।'



সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসাত রহমান স্বচ্ছ বলেন, 'দীর্ঘ ৩ বছরের চেষ্টা, শ্রম ও আন্তরিকতার ফলস্বরূপ এ কমিটির আত্মপ্রকাশ। ভালো কিছু করতে নানা রকম বাধা কাটিয়ে উঠতে হয়। আল্লাহর রহমতে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। এখন সামনের দিনগুলোতে জামালপুর জেলার পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নতুন বাংলাদেশ গঠনে যেন অগ্রণী ভূমিকা রাখতে পারি, সে পরিকল্পনা চলমান।'



সংগঠনটির আরেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম বলেন," দীর্ঘ সাড়ে তিন বছর আগে আমরা জামালপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার স্বপ্ন নিয়ে একত্রিত হয়েছিলাম, যার পূর্ণতা পেলাম এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে। প্ল্যাটফর্মটিকে সবার কল্যাণে কাজে লাগাতে পারলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সংগঠনটি নিয়ে আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খুব শীগ্রই আমরা ভালো কিছু করতে পারবো বলে আশাবাদী।"




সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, 'আমাদের সংগঠন শুধু একটি নাম নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক, স্বপ্ন ও সম্ভাবনার প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্ব গঠনের জন্য একসঙ্গে কাজ করছি। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা কেবল ব্যক্তি নয়, বরং সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে। তাই আমরা শুধু সংগঠন নয়, একটি পরিবার, যেখানে একে অপরের পাশে দাঁড়িয়ে, নতুন সম্ভাবনার দুয়ার খুলে, একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলব।'


উল্লেখ্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠনটি ছাত্রদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে। গত তিন বছর ধরে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসলেও এই প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।



উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুর একটি অরাজনৈতিক সংগঠন, যা জামালপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করা ছাড়াও এটি একাডেমিক সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করে।