Advertisement
সূর্য্য চক্রবর্তী (বাগেরহাট) প্রতিনিধি:
"নেই পাশে কেও যার,সমাজসেবা আছে তার'এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় পল্লী সমাজসেবা কার্যক্রম,পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম,দগ্ধ প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের সাথে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) ৫ই ফেব্রুয়ারি সকাল ৯ টায় কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে নবারুণ সংঘ ক্লাবে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে নবারুণ সংঘের সভাপতি সমির বরণ পাইকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসম মাহবুবুল আলম,এছারা উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক নুরুল ইসলাম,বৈষম্য বিরুদ্ধীছাত্র আন্দোলনের সদস্য, সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থতার প্রতিনিধি,ক্ষুদ্র ঋণ গ্রহিতা সহ নবারুণ সংঘের প্রতিনিধি ও সদস্যরা।
এদিন উঠান বৈঠকে নিরাপদ মাতৃত্ব বিষয়ক আলোচনা,অবনিক গৃহস্থালি মর্যাদা উন্নায়ন,নারী-পুরুষের অংশীদারিত্ব মুলক দায়িত্ব বণ্টন,দলীয়করণ বিষয়ে আলোচনা ও জুলাই বিপ্লব বিষয়ে আলোচনা,এসো দেশ বলাই,পৃথিবী বদলাই উদ্যোক্তা অবস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ক আলোচনা,বর্ণ নাগরিক নাগরিক আবেদন গ্রহণ, ডক্টর প্রার্থীর প্রতি অধিকার গ্রহণ ও সুনিরুপণ সহ সমাজিক অর্থনৈতিক মুক্তির অবস্থা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।