Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: " সুস্থ্য দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন" প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে, ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, কুড়িপাড়া দাখিল মাদ্রাসার সুপার কোরবান আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভলিবল,ব্যাডমিন্টন,অ্যাথলেটিক সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।