lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-04T14:17:36Z
তথ্য ও প্রযুক্তি

সাঘাটায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ফ্রিল্যান্সার সামিটে অনুষ্ঠিত

Advertisement


 

 

সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্সার সামিট ২০২৫, যেখানে উপজেলার ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা অংশ নেন।


এ বছরের সামিটের মূল প্রতিপাদ্য ছিল "ডিজিটাল অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ", যেখানে কিভাবে ফ্রিল্যান্সিং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি কিভাবে আরও সমৃদ্ধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে, ফ্রিল্যান্সিং সামিটে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।  তিনি বলেন,"বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। সরকার ফ্রিল্যান্সারদের জন্য নীতি সহায়তা ও প্রযুক্তিগত সুযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।"


সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সার ইজাজ আহমেদ, ফাহাদ হোসেন।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক, মোহাম্মদ আলী,  সিনিয়র যুগ্ম আহবায়ক মইন প্রধান লাবু, উপজেলার কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক মার্কেটপ্লেসের নতুন চ্যালেঞ্জ, এআই ও অটোমেশনের প্রভাব এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়।