lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-07T12:02:23Z
ব্রেকিং নিউজ

টেকনাফ পৌরসভাবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে "আমরা পৌরবাসী" টেকনাফ সংগঠনের আত্মপ্রকাশ

Advertisement



ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ পৌরসভাবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে  "আমরা পৌরবাসী" টেকনাফ সংগঠনের আত্মপ্রকাশে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আমরা পৌরবাসী"টেকনাফ সংগঠনের আত্মপ্রকাশে সংবাদ সম্মেলন করা হয়। 


উক্ত সংবাদ সম্মেলনে আমরা পৌরবাসী টেকনাফের আহবায়ক মোহাম্মদ ইসমাইল এবং আহবায়ক জাহেদুল ইসলাম মাহমুদ যৌথভাবে বক্তব্য পাঠ করেন,আশা করি সকলে ভালো আছেন। আপনারা কষ্ট করে আজকে "আমরা পৌরবাসী" টেকনাফ সংবাদ সম্মেলনের আহবানে সাড়া দিয়ে সমবেত হয়েছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।আপনারা কলমযুদ্ধা এবং জাতির বিবেক। 


প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ,আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে "আমরা পৌরবাসী, টেকনাফ পৌরসভার মানুষের অধিকার প্রতিষ্টার অরাজনৈতিক একটি সংগঠন। মানুষের অধিকার প্রতিষ্টা ও দাবী আদায় এবং অন্যায়ের প্রতিরোধে বলিষ্ঠ ভুমিকা পালন করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,বিগত ১৫ বছর ধরে টেকনাফ পৌরসভায় মানুষ তাদের ন্যায্য অধিকার, নাগরিক সেবা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

বঞ্চিত করেছে বিরোধী মতের লোকদেরকে। ছিলনা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ব্যবসা করার অধিকার এবং রাজনীতি করার অধিকার।

পৌরসভার মানুষ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়েছে। কারণ ১৫ বছর তাদের জন্য যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি।স্বাস্থ্য সেবায় তেমন কোন পরিবর্তন হয়নি।পৌর নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য পর্যাপ্ত চিকিৎসক জনবলের অভাব রয়েছে।বন্দরে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেনি। এক শ্রেণির লোকের হাতে ব্যবসা নিয়ন্ত্রিত ছিল। 

চাঁদাবাজি করে তারা ভাগবাটোয়ারা করতো। বাস,মিনিবাস,কার,সিএনজি এবং টমটম গাড়ি থেকে চাঁদা তোলা ভাগবাটোয়ারা ছিল তাদের আয় ইনকামের পথ।

তাদের থেকে ছোট ছোট মাছ ব্যবসায়ী,তরকারি ব্যবসায়ীসহ এমন কি জুতা সেলাইয়ের মুচি পর্যন্ত রেহাই পায়নি। এদিকে  নাফনদীতে জেলেরা মাছ ধরতে পারছেনা,গরুর করিডোর বন্ধ করে দেওয়া হয়েছে,স্থানীয় জনগণকে এনজিওতে চাকরি থেকে ছাটাই,সেন্টমার্টিনদ্বীপে পর্যটন নিষেধাজ্ঞার কারণে টেকনাফ পৌরসভা নাগরিকদের বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। 


সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,বিগত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আবার স্বাধীন হয়। আমরা বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ধন্যবাদ জানাই এবং সকল শহীদদের জন্য মাগফেরাত কামনা করছি। দেশে কোন বৈষম্য না থাকার কথা থাকলেও এই সময়ে এসে আগের মতো একশ্রেণির লোক আবারও মানুষকে হয়রানি করা শুরু করেছে। বন্দরে ব্যবসায়ীদেরকে হস্তক্ষেপ করছে, সিএনজি, কার,টমটম,দোকান,তরকারি ব্যবসায়ী,মুছি ও ট্রান্সপোর্ট থেকেও  চাঁদা তোলে ভাগবাটোয়ারা করছে। পৌরসভার মানুষের জমি ঘর কেড়ে নেওয়া হচ্ছে। মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে । এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির  চরম অবনতি হচ্ছে।এই রকম চলতে থাকলে আমরা পৌরবাসী  প্রশাসনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

আমাদের দাবী:অবিলম্বে চাঁদাবাজদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। জেলেদের মাছ ধরার ব্যবস্থা করতে হবে।বন্ধ করিডোর অবিলম্বে খোলার ব্যবস্থা করতে হবে। স্থলবন্দরে সন্ত্রাসীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পৌরসভায় নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। 

এনজিওতে স্থানীয় লোকদেরকে চাকরি দিতে হবে। অবিলম্বে গুম,খুন,অপহরণ, দুর্নীতি, দখলবাজি বন্ধ করতে হবে। পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে পৌরসভার নাগরিকের উপর কোন সন্ত্রাসী কার্যক্রম, চাদাবাজ,দখলবাজ, গুম,খুন,অপহরণ এবং দূর্নীতির বিরুদ্ধে "আমরা পৌরবাসি টেকনাফ" ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ৬ ফেব্রুয়ারী -২০২৫ ইং পৌরসভাবাসির অধিকার আদায়ের জন্য "আমরা পৌরবাসী টেকনাফ" সংগঠনটির আত্মপ্রকাশ করলাম।আশা করি "আমরা পৌরবাসী" টেকনাফ এই সংগঠন পৌরবাসীর পাশে সর্বদা নিয়োজিত থাকবেন ইনশাআল্লাহ। 

প্রিয় সাংবাদিক বন্ধুগণ!এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার এবং "আমরা পৌরবাসী' টেকনাফ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন শেষ করছি। এসময় উপস্থিত ছিলেন, আমরা পৌরবাসী টেকনাফ সংগঠনের অন্যান্যরা হলেন,রবিউল আলম, শাহ আলম মিয়া কাউন্সিলর,এনামুল হক কাউন্সিলর, দিদার। অন্য সদস্যরা হলেন, আব্দুর রাজ্জাক মেম্বার, আকতার হোসেন বাবলু, মোহাম্মদ আব্দুল্লাহ,রেজাউর রহমান রেজা, মোঃ আইয়ুব, শহিদুল ইসলাম, আবু ছিদ্দিক, মোস্তাক আহমদ প্রমূখ।