lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-03T11:43:59Z
সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু !

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ - সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।