lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-27T04:28:23Z
আইন ও অপরাধ

পোরশায় নাশকতা মামলায় গ্রেপ্তার আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Advertisement


 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নাশকতা মামলায় নওগাঁ ৪৬/১আসনের সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (বুলবুল)কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ দিবাগত রাতে  আমদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে বুলবুল মাস্টারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।


বুলবুল মাস্টার পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের আমদা গ্রামের মৃত গোলাম সারওয়ারের ছেলে ও আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাধন চন্দ্র মজুমদারের গাংগুরিয়া ইউনিয়নের  সহযোগী ছিলেন বুলবুল মাস্টার।  আওয়ামী লীগ আমলে সাবেক খাদ্য মন্ত্রীর ছত্রছায়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন শরিফুল ইসলাম বুলবুল এবং বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য উচ্চতর বেতনের নামে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন।পুলিশ তাকে আওয়ামী লীগের আমলে ধরতে সাহস পায়নি।


পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, নাশকতা মামলার আসামি বুলবুল মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।