lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-09T10:05:29Z
ধর্মীয় উৎসব

রামগড় কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে নাম সংকীর্তণ ও মহোৎসব শুরু

Advertisement


 


মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার সনাতন সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়িতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ষোড়শপ্রহরব্যাপি শ্রীশ্রী নামসংকীর্তণ শুরু হয়।



সনাতন সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই অনুষ্ঠান  ৭ ফেব্রুয়ারী রাত থেকে শুরু হয় এবং  ১০ ফেব্রয়ারী পর্যন্ত চলবে।



মহানামসুধা অভিসিঞ্চনে গোপালগন্জের শ্রীশ্রী শিল্পী সম্প্রদায়, মাগুরার শ্রীশ্রী নবগিরীধারী সম্প্রদায়, ভোলার শ্রীশ্রী নন্দ দুলাল সম্প্রদায়, ফেনির শ্রীশ্রী গুরু চক্র সম্প্রদায়, নেত্রকোনার  শ্রীশ্রী অমৃতবাণী সম্প্রদায়।



মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শুভাশীস দাস জানান, উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের সার্বিক সহযোগীতা,স্ব-পরিজন ও সবান্ধব উপস্থিতি আপনাদের চিত্তে অতন্ত উৎসাহ ও অপরিসীম অনুপ্রেরণা জোগাবে।