lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-06T10:49:12Z
খেলাধুলা

দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Advertisement


 

সজীব উদ্দীন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পাবলিক মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দেবীগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শালডাঙ্গা ইউনিয়ন ফুটবল টিম। পরে চ্যাম্পিয়ন ও রানার্স টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তোবারক হ্যাপী, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের সমন্বয়ক ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য শাহিনুর রহমান গুড্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কমল রায়, কাদেরী কিবরিয়া রানা প্রমুখ।


এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।