Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনায় তিনটি পরিত্যক্ত পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে জেলা ডিবি পুলিশ।রবিবার দুপুরে পাবনা সদর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবকাশ নামক বাসভবনের সামনের ফুলের বাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির, এসআই বেনু রায়।
পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা চক ছাতিয়ানী মসজিদের সামনে অবকাশ নামক বাসভবনের সামনের বাগান থেকে তিনটি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি। কে বা কারা এগুলো রেখে গেছে এ বিষয়ে এখনো জানা যায়নি, তবে রাস্তার দুপাশে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’