Advertisement
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আদালতের দেয়া ১৪৪ ধারার আদেশ ভেঙে জমি জবর দখল করার অভিযোগ উঠেছে। একই সাথে বিবাদমান জমিতে থাকা বেশকিছু আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার খবর পেয়ে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ভুক্তভোগী দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের অভিযোগ, বিবাদমান জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত ১৪৪ ধারা জারি করেছেন।
কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত মুনছুর রহমানের ছেলে সাইনুল, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, মামুনুর রশিদের ছেলে জাহিদ হাসান, মৃত সামাদের ছেলে সুজন, আলেপের ছেলে রুবেল, ইয়াদালির ছেলে সাইদুল, নুর ইসলামের ছেলে রাজিবসহ ভাড়াটে লোকজন নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে।এমনকি বল প্রয়োগ করে জমি জবর দখল করেছে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, প্রায় ৪২ বছর ধরে ক্ষিদ্রলক্ষীপুর মৌজায় আরএস ৬৯ ও ৭০ নং খতিয়ানে প্রায় এক একর ৩ শতাংশ জমি ভোগদখল করে আসছেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম, মোহাম্মাদ আলী, আলমগীর ও মিরাসহ তাদের স্বজনরা। তবে ওই জমি আরএস খতিয়ানভুক্ত মালিক প্রতিবেশী মৃত ডুমন মন্ডলের ওয়ারিশগনের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে গত বছর উভয়পক্ষই আদালতের শরণাপন্ন হন।
এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে উভয় পক্ষকেই বিবাদমান জমিতে প্রবেশে বারিত করে আদেশে দেন। অমীমাংসিত বিষয়টি এখনো আদালতে বিচারাধীন আছে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশের সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। বিবাদমান জমি নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি।