Advertisement
রবীন্দ্রনাথ সরকার, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১০টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গঙ্গাচড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
অভিযান চলাকালে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. মামুন মিয়া (২৮) ও নাজমুল হাসান মিরাজ (২৩) কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মামুন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নাজমুল হাসান মিরাজকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গঙ্গাচড়াকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।