lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-28T10:41:38Z
আইন ও অপরাধ

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে উনিশ দিনে আটক ১০২

Advertisement


 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে খাগড়াছড়ি জেলার ৯টি থানায় অভিযান পরিচালনা করে আসছে । তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি থানায় একজন ও মাটিরাঙ্গা থানায় একজন সহ দুইজনকে  গ্রেফতার করা হয়। এ নিয়ে উনিশ দিনে গ্রেফতার করা হয়েছে ১০২ জন।


গ্রেফতারকৃতরা হলেন, ৫নং ভাইবোনছড়া ইউপি আওয়ামীলীগের সদস্য মো. বেলাল হোসেন (৬৭) ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আমির হোসেন (৪৮)।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্ট গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে । অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। খাগড়াছড়িতে গত উনিশ দিনে ১০২ জনকে গ্রেফতারসহ দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি  দিঘীনালা থানা একটি দেশীয় তৈরী শুটার গান ও একটি লাল কার্তুজ উদ্ধার করে এবং একই দিনে মহালছড়ি থানায় একটি পিস্তল উদ্ধার করে ।