lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-04T14:20:33Z
ব্রেকিং নিউজ

মোটর সাইকেল চালককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার - ১

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

মোটর সাইকেল চালক আরাফাত খাঁনকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় সোহেল সিকদারকে প্রধান আসামী করে ৩৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত আরাফাতের বাবা আব্দুল জলিল খাঁন বাদী হয়ে তালতলী থানায় এ হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার  সঙ্গে জড়িত মোঃ সাগর নামের একজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। ওইদিন বিকেলে আদালতের বিচারক শেখ আনিসুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরন সুত্রে জানাগেছে, কলারং গ্রামের শহীদ সিকাদারের কচুপাত্রা বাজারের কীটনাশকের দোকানে শনিবার রাতে তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ৩০-৩৫ জন ক্রিকেট খেলা দেখছিল। ওই স্থানে মোটর সাইকেল চালক আরাফাত খাঁন ও তার বন্ধু হাবিবুল্লাহ খেলা দেখতে যায়। এ সময় খেলাকে কেন্দ্র করে আরাফাত খাঁনের সঙ্গে সোহেল সিকদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সোহেল সিকদার, আরাফাত সিকদার, শহীদ সিকদার ও বায়েজিত সিকদারসহ আসামীকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।  এ ঘটনায় নিহত আরাফাত খাঁনের বাবা আব্দুল জলিল খাঁন বাদী হয়ে সোমবার রাতে সোহেল সিকদারকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন আরাফাত সিকদার, শহীদ সিকদার, ফয়সাল সিকদার, বায়েজিদ সিকদার, রফিকুল ইসলাম বদু, সফিকুল ইসলাম মধুৃ, নজরুল ইসলাম মন্টু, মোঃ সাগর, জাকির হোসেন বাবুল, কাওসার হাওলাদার, জসিম মৃধা, নাজমুল মৃধা, মাহমুদুল ওরফে মিলন মৃধা ও আজাদ হাওলাদার। এ ঘটনায় পুলিশ সাগর নামের একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। ওইদিন বিকেলে আদালতের বিচারক শেখ আনিসুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আব্দুল জলিল খাঁন বলেন, সোহেল সিকদারকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। 

তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, আরাফাত হত্যার ঘটনার ১৫ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সাগরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।  তিনি আরো বলেন, অপর আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।