lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-15T02:01:21Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে কেক কেটে ভালোবাসা দিবসকে ভাগাভাগি করে নিল শিশুরা

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টাট : ভালোবাসার রঙ ছুঁয়ে দেই বঞ্চিত হৃদয়ে হাসি ছড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বঞ্চিতদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ঠাকুরগাঁও উদ্যোগ সংগঠন এর আয়োজনে বিভিন্ন শিক্ষার্থীরা পথ শিশুদের নিয়ে এই কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ভালোবাসা দিবসে উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে ১৪ টি বিভিন্ন রকমের কেক নিয়ে বড় মাঠে আসেন তারা এরপর সেখানে শিশু সহ বঞ্চিত মানুষদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারা।


সেখানে শিশু ফরহাদ ও লামিয়া জানান তারা ছোট থেকে বড় হয়েছে কিন্তু কখনো কেক কেটে আনন্দ করতে পারেনি। প্রথমবারের মতো তারা অনেক শিশুদের নিয়ে একসাথে কেক কেটেছে যেটা তারা মনে রাখবে। সেই সাথে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান।