lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-13T15:41:25Z
জাতীয়

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি !

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে। ঐ সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক ২  বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।