lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-24T10:31:34Z
আইন ও অপরাধ

২৮০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের ডোমারে শুভ উদ্বোধন

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ "তারুণ্যের উদ্দীপনা, স্কাউটিং এর প্রেরণা" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ২৮০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০২৫ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ২৪ ফেব্রুয়ারী সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ।


এছাড়াও ২৮০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণের ১ম দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ তিনি নিজেও আজকের এই প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।


নীলফামরী জেলা স্কাউটসের আয়োজনে এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক বিমল চন্দ্র, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেরাজুল হক, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহল আমিন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন, বেসিক কোর্স লিডার কোহিনূর ইসলাম, প্রশিক্ষক বিনয় রায়, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা ফেরদৌসী চৌধুরী, কাজী আলমগীর, প্রভাত কর্মকার, রোকসানা পারভীন, আশফাক সারোয়ার সিদ্দিকী প্রমুখ।


উল্লেখ্য যে,কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে ৮ জন প্রশিক্ষকের মাধ্যমে ৫ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন।