lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-08T09:57:05Z
ব্রেকিং নিউজ

পোরশায় ১ আওয়ামী লীগ নেতা মাদ্রাসার মুহতামিমকে লাঞ্ছিত করায় সভাপতিকে বহিষ্কারের দাবি গ্রামবাসীর

Advertisement


 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

গাংগুরিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মহতামিন কে অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করার দায়ে কমিটির সভাপতি বহিষ্কারের দাবি গ্রামবাসীর।

গত কয়েকদিন আগে সভা আহ্বানের উদ্দেশ্যে নোটিশ বহিতে স্বাক্ষর করাকে কেন্দ্র গাংগুরিয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সেক্রেটারি তোজাম্মেল হক মহতামিম মাওলানা শাহিন আলম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন । এবং তিনি চলে যান পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অনেক ছাত্ররাচলে যাওয়ার  সিদ্ধান্ত নেন।  এতে গ্রামবাসী  কমিটি থেকে সভাপতিকে বহিষ্কার অথবা নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে গ্রামের মাইকে ঘোষণা দেন। 

সে অনুযায়ী গতকাল মাদ্রাসার মাঠে এ নিয়ে উত্তেজিত গ্রামবাসী আলোচনায় বসেন। সভায়  সভাপতি তোজাম্মেল হক উপস্থিত না থাকলেও তার পক্ষের কিছু লোক ছিল । 

গ্রামবাসী আব্দুর রশিদ বলেন, হয় কমিটি থেকে সভাপতি বহিষ্কার করতে হবে অন্যথায় নতুন  কমিটি গঠন করতে হবে। শিক্ষক গুরু সমতুল্য তার হাতে আমাদের সন্তান আদর্শবান মানুষ হিসাবে গড়ে ওঠে। শরীয়তের জ্ঞান অর্জন করে কোরআন হাদিস শিক্ষা লাভ করে।  তারা বড় আলেম হয়। শিক্ষককে লাঞ্চিত করা আমাদের উচিত নয় কারণ যেখানে জ্ঞানের মর্যাদা দেওয়া হয় না সেখানে জ্ঞানী জন্ম নেয় না। এই অপমান আমরা গ্রামবাসী মেনে নেব না।

আরো একজন বলেন অতি শীঘ্রই আবার মিটিং দিয়ে কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করতে হবে। তারা আওয়ামী লীগের দোসর। তাদেরকে এই মাদ্রাসার কমিটিতে রাখা যাবে না। 

 পূর্বেও সভাপতির বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের এরকম লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে বলে জানা যায়।