lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-08T10:03:44Z
খেলাধুলা

মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে সাত জেলার অংশগ্রহণে কাবাডি টুর্নামেন্ট শুরু

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) টুর্নামেন্ট। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে ছেলেদের বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ফেনী, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং মেয়েদের বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশগ্রহণ করছে। 

মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘দেশ এবং পৃথিবী পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেদের চরিত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ পৃথিবী গড়া সম্ভব।’ 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, ‘দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই কাবাডি খেলার আয়োজন। আমাদের জাতীয় খেলা কাবাডি। আমি আশা করি তোমরা একদিন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে ও দেশের জন্য সুনাম বয়ে আনবে। তোমরা তরুণরা সঠিক পথে থাকলেই এই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ প্রমুখ।