Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
সারাদেশের মতো মৌলভীবাজার জেলায়ও চলছে অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানের জেলায় গত দুইদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৯ ও ১০ ফেব্রুয়ারি এই দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কালাপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাসিমুর রহমান মাশরাফি, জুড়ী উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
মৌলভীবাজারে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, 'গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'