Advertisement
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাংগুরিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল বিকেলে উপজেলার গাংগুরিয়া বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জনাব নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান , সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার,বীজ,কীটনাশক,তেলে ভর্তুকী প্রদান, শস্যবীমা,পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু,ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যাবস্থা চালু করা হবে। গরীব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।
অনুষ্ঠানে গাংগুরিয়া ইউনিয়ন সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা ছয় ইউনিয়নের সকল সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।