lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-15T14:13:16Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

Advertisement


  


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। ১৫ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার মৃত জসিম উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪৮) কে গ্রেফতার করে। অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানাধীন এলাকা থেকে সাইফুল ইসলামের ছেলে রায়হানুল (৩৫), রাণীশংকৈল থানা পুলিশ কানীগাঁও নয়াবন্দর গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে মো: আব্দুল মালেক (৫০), হরিপুর থানা পুলিশ থানাধীন রামপুর ভাতুরিয়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে আজম (২৫) ও একই গ্রামের শহিদুল ইসরামের ছেলে জুয়েল রানা (২৩) কে গ্রেফতার করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৫ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।