lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-22T11:07:00Z
আইন ও অপরাধ

নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পিতা-মাতার জিম্মায় দিয়েছে পুলিশ

Advertisement


 


সেলিম মোর্শেদ রানা,পাবনা: 

পাবনা প্রতিনিধি:- পাবনা ঈশ্বরদী থানা সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা হইতে নিখোঁজ কিশোরী জরিনা খাতুনকে(১৫) উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। 


পুলিশ জানায় গত-১০/০২/২০২৫ তারিখ দুপুরে  কিশোরী জরিনা খাতুনকে  নিখোঁজ হলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া না পাইয়া ১৮/০২/২০২৫ ইং তারিখে মেয়ের মা জরিনা খাতুন ঈশ্বরদী থানায় হাজির হইয়া  (নং-১০৯৬)  সাধারণ ডায়েরী করেন । বিষয়টি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ পাবনার পুলিশ সুপারকে অবহিত করলে  তাৎক্ষণিক এস আই (নিঃ) আতাউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়, এবং পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এস আই আতাউলের নেতৃত্বে ঈশ্বরদী থানার একটি চৌকস টিম (ডিএমপি) মোহাম্মদপুর থানা  পুলিশের  সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা  হইতে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করিয়া ঈশ্বরদী থানার হেফাজতে নিয়ে আসে এবং পরে তার বাবা মায়ের জিম্মায় প্রদান করেন।