lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T07:11:47Z
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

Advertisement


 


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ন্যায় এবারও পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা একেছে শিক্ষার্থীরা।


এ উপলক্ষে এক সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা কিছুটা দূরের জমি থেকে মাটি নিয়ে এসে মাটির দেয়ালগুলো লেপেপুছে তকতকে করে। এছাড়া শহীদ মিনার বেদী তৈরি করে। এরপর সেগুলোতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিষয় জাতীয় পতাকা ও চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের আগামীকাল অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।