lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-03T11:38:20Z
ব্রেকিং নিউজ

রায়পুরাতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যোগদান

Advertisement


 


শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা রায়পুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে দালালের দৌরাত্ম্য, দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায় ভূমি অফিস নিয়ে সেবাগ্রহীতাদের এসব নেতিবাচক ধারণা পাল্টে দেওয়ার লক্ষ্যে নবাগত যোগদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমাসুদুর রহমান (রুবেল)।



তিনি গত ২০২৫ সালের ২৯ জানুয়ারি মাসে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা।

নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেটকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মর্কতাদের উপস্থিততে ফুলেল শুভেচছা বিনিময়ে বরণ করে নেন এবং সাবেক সফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার নবাগত যোগদান কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।মোঃমাসুদুর রহমান (রুবেল) ইতিপূর্বে রাজবাড়ী জেলার পানসা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করিছিলেন।তিনি ফরিদপুর জেলার কৃতি সন্তান।

রায়পুরা উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,আমি শতভাগ আশা করছি রায়পুরা উপজেলাবাসী আমাকে সহযোগিতা করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারবো।

 তাছাড়া তিনি আরও বলেন,  দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।