Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বাড়ি ভিটা ও পৈতিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় শহরের খালপাড়া এলাকায় ভাড়াকৃত বাড়িতে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সাবুল হোসেন ও রোকেয়া বেগম কান্নারত কন্ঠে জানায়,পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকায় আমাদের পৈতিক বাড়ি ভিটা প্রায় ৪০ বছর থেকে লুৎফর রহমান ও তার ছেলে সাবেক পৌর কমিশনার, উসমান গণি বাউয়া, জোর পুর্বক দখল করে পাকা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মানুষের বাড়িতে ভাড়া থাকি।আমরা বাড়ি ভিটা ও ১১ শতক জমি, যার মৌজা পঞ্চগড় (জে এল নং ২২) খতিয়ান নং ২৪৮, দাগ নং ১৮৪৮ উদ্ধারে জন্য আদালতে মামলা দায়ের করেছি। আমরা এর সুষ্ঠ সমাধান চাই ও আমাদের পৈত্রিক সম্পত্তি ফেরত চাই।