lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-26T10:31:51Z
আইন শৃঙ্খলাখেলাধুলা

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি শুরু

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। টুর্নামেন্টে সিলেট রেঞ্জের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ চার জেলা অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একজন পুলিশ সদস্যের শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়। কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।